কিছু মানুষ অন্ধকারের মধ্যে হাতড়ে চলেছে ;
হাতড়ে চলছে এক টুকরো মাটির জন্য ;
যে মাটি তাদের পূর্বপুরুষের ;
যে মাটিতে আছে তাদের শিকড় …
আমি তেমন কিছু মানুষকে চিনি ,
যারা সেই অনার্য সভ্যতা থেকে ,
যারা সেই আর্য সভ্যতা থেকে খুঁজে চলেছে
আজও …
এতোটা কাল ধরে কেউ মাটি খুঁজে পাচ্ছে না ;
পাচ্ছে না শিকড় …
কেবল চারি দিকে ঘুটঘুটে অন্ধকার ;
অন্ধকার আর অন্ধকার …
সে অন্ধকারের মধ্যে আমি সময় ,
আমি মহাকাল ;
ওদের জন্য তুলে নিয়ে আসছি
এক আকাশ প্রথম সকালের আলো ,
সূর্যের উত্তাপ ;
যদিও এ মানুষ গুলো কোন দিন
সূর্যের সাতটা রঙ চিনবে না ;
কোন দিন দেখতে চাইবে না আকাশের গায়ে রামধনু ;
ওরা যে অন্ধকারে থাকতে থাকতে ভালবেসে ফেলে অন্ধকারকে ;
সভ্যতার অন্ধকারকে …
সে অন্ধকার থেকে একটা প্রজাপতি
উড়তে উড়তে পৌঁছে গেছে
ফুটে থাকা ফুল গুলোর কাছে ;
যেখানে মধু আছে ,
আছে পরাগ মিলন ,
জীবনের গান ;
এ সভ্যতার কয়েক জন মানুষ সে পথে হাঁটছে ;
আর আমি তাকিয়ে আছি সেদিকে ।।