তবে ক্ষমা দাও আমায়,

shrutisahitya.com


ভালোবাসা যদি  //   রণেশ রায়

যদি ভালোবাসা সন্দেহের ত্রাস

অবিশ্বাসের বার্তা বয়

অসহিষ্ণুতার কারাগারে তার  বাস

পরস্পর সন্দেহের দাঁড় বায়

আত্মাভিমান দূষণ ছড়ায়

বিচরণ দুজনের দুই দুনিয়ায়,

তবে ক্ষমা দাও আমায়,

ভালোবাসার করি না আশ

ভালোবাসা  নয়, সে যে সর্বনাশ।
সত্যের সন্ধানে, যদি ভালোবাসা

আজের দুর্যোগের এই সন্ধিক্ষণে

সহযোগিতার হাত বাড়ায়,

একে অপরকে চিনি প্রতিক্ষণে,

এ জীবন যুদ্ধে তুমি আমি

দুজনে দুজনের কামনায়,

মিলি  ভালোবাসার প্রত্যয়ে

লড়াই মোদের সূর্য্যদয়ের পথে,

এসো আমার বাসর শয্যায়,

প্রেমের আলিঙ্গনে, পরস্পর বাহুবন্ধনে,

ভালোবাসা বেঁচে থাক আমাদের চেতনায়।

.

উৎসবেরই খেলা  //    সব্যসাচী নজরুল

ঘাসের ডগায় শিশির জমে
হিমশীতল বাতাসে
গৌধূলী শেষে আঁধার আসে
দিনের আকাশে।

.

নিশির শেষে স্পর্শে মাখি
ভোরের শুভ্র কুয়াশা
শীতল হাওয়ায় দোল খায়
মনের স্বপ্ন আশা।

.

ঝলমলে রোদ গায়ে মাখি
মায়ের ভালোবাসায়
অতিথি পাখি নীড়ে ফিরবে
ফের আসার আশায়।

.

শুকনো পাতার মর্মর গান
নতুন পাতার আগমনে
বনভোজনে মাতলো সবাই
ফুলেল বনে বনে।

.

বাঙালির ঘরে খেজুর গুড়ে
রসের পিঠার মেলা
বারোমাসি তের পার্বনে দেখ
উৎসবেরই খেলা।

.

.

ভৈরবী  //   রণেশ রায়

বাগানে ফুল ফুটবে ফুটবে করেও ফুটলো না

রজনী গন্ধা বাতাসে সুবাস ছড়ালো না

সকালে সূর্যের আলোর বিদায় এ বেলায়

পূর্ণিমার রাতে অন্ধকার ঘনায়

মেঘ ডাকে আকাশে, ময়ূর নাচে না জঙ্গলে

শিশু মুখ লুকায় ভয়ে মায়ের কোলে।

সমুদ্র মাতাল, অকস্মাৎ অগ্নুৎপাত,

তুফান উত্তাল বাতাসে

মেঘ গর্জে ওঠে, আকাশে বজ্রপাত

বৃষ্টি নেমে আসে এ ধরায়

সূর্য ওঠে আকাশে

ভৈরোর গান শোনা যায়

গুটি গুটি পায়ে শিশু হেঁটে বেড়ায়

যৌবন ডেকে ফেরে ইশারায়

বার্ধক্য উঠে বসে শৈশব শয্যায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *