ডি কে পালের লিমেরিক ‘আর্তি’

কোন কিছু আমি চাই না তোমার কাছে,
তুমি আছ তাই সকলি আমার আছে।
ফেলে আসা যত কষ্ট আঁধার,
পার করে নাও পাহাড় বাঁধার ;
আমায় তুমি হে পর কর না’কো পাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *