স্বপ্নের ফোঁটা ফোঁটা বৃষ্টিতে
ভিজে আপাদমস্তক জুবুথুবু
বসে থাকি জীবনের কিনারায়
স্বপ্নেরা ঠেলা মারে ;কাত হয়ে পড়ি
গুটিসুটি হাঁটু মাথা ঠুকে যায়
লাল চোখের জলে ভেজা
তীব্র অন্ধকারময় বিরুদ্ধতা
সভ্যতা, সৌন্দর্য,শিক্ষা,লাস্য
কারো সঙ্গে কারো মিল নেই
যেন এলোমেলো লাটাই এর চালনা
ঘুড়ি তো ভোকাট্টা হবেই !
এদিক ওদিক ঘুরে ফিরে
গোৎ খেয়ে গোত্তা মারি
বাস্তবের রুক্ষ জমিতে
খনখন সুরে হাসে কারা দূরে
বলে ,”বেশ হয়েছে ,বেশ ,
বামন হয়ে চাঁদে হাত !
বাঁধ ওকে এক্ষুনি বাঁধ! “
বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে
বসে আছে জীবনের কিনারায়
মন তবু উড়ে যায়
সেই অবাধ্য অসম্ভব
অর্বাচীন প্রাচীন ঠিকানায়।