জ্ঞান : পীযূষকান্তি হাজরা

‘জ্ঞান’ দিয়ে জয় হবেই হবে,
শ্রদ্ধা-ভক্তি সব ফিরে পাবে ॥
ভবের স্বচ্ছ রত্ন – ‘জ্ঞান’,
সে ‘জ্ঞান’ই যে তোর মান সম্মান॥
‘জ্ঞান’ সলিলে ডোবা মন ও প্রাণ,
দূর অস্তই থাক্ গঙ্গা-স্নান॥
পাপীর সাগর ,পাপ-পারাবার,
সাধ্য কার যে করে পারাপার॥
জ্ঞানের ডিঙায় নয় উঠেই পড়,
পাবিই ফিরে তোর নিজ চর॥
নিজ হিতে আসে বিপরীত জ্ঞান,
পরহিতই শ্রেয়, সে জ্ঞানেই কল্যাণ॥
আয়, ‘জ্ঞান যোগী’ হয়ে- ‘দ্বীপ জ্বেলে যাই’,
‘জ্ঞান’ এর আলো আঁধারে ছড়াই॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *