জীবন নয়

ধৈর্য তোমার কতটুকু
জীবন নেবে পরীক্ষা,
তর সইয়ে নাই বা পারো
সময়ে ঘটবে ধীক্কা।

ভাল মানুষ সেজে আছ
ভাল লোকে বলে,
তোমার মনের ভেতর টা কেমন
আর কেও তা না জানে।

সত্যি কি সুখে আছ
এই দিন বদলে?
সুখ বটে ও ছিল একদিন
আজকার দেখা মেলে না রে।

মনের ভেতর খুচখুচানি
ঘুচবে না কোনদিন,
বয়স তোমার দিন পাল্টা বে
থাকবে নিজের নিয়ন্ত্রণ বিহীন।

কিচ্ছু পারবে না করতে তুমি
না চাইলেও তাহা,
পরিস্থিতি তোমায় বুঝিয়ে দেবে
না পাওয়ার-ই চাওয়া।

যেটা মানুষ চাইবে করতে
বাস্তবে তা কম মিলবে,
মুখের ভাষায় কত কথায়
অবশেষে যেয়ে ফুলবে।

বর্তমান কি ভবিষ্য কি
মাথায় কে রাখে,
দিন বদলের খেলাতে আমরা
নিজেদের দেই সঁপে।

আ'রকে রিপন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *