জীবনের জয়গান।
—– ছন্নছাড়া।
সবাই আপন হওয়ার করে যায় অভিনয়,
আপনার ভাবলেও আপন কেউ না হয়,
সেখানেই হয় জীবনের আসল পরাজয়,
বিশ্বাসী মানুষ গুলো যখন বিশ্বাসঘাতক হয়,
দিনশেষে এটাই প্রাপ্তি আমার হয়,
তবুও মানি সব আঘাতের উর্ধ্বে হবে জীবনের জয়।
তাই আমি জীবনের জয়গান গাই,
যতই কঠোর আঘাত জীবনে পাই,
বারেবারে আঘাতে জর্জরিত হয়ে যাই,
প্রতিবার আঘাতে তীব্র থেকে তীব্রতর মর্মাহত হই,
তারপর আরও একবার রুখে দাঁডাই,
তবুও আঘাত সামলে আমি জীবনের জয়গান গাই।
বারে বারে বিশ্বাস ভাঙলে মন অবিশ্বাসী হয়
তবুও মানে না মন, আবার কারো প্রতি বিশ্বাসী হয়
বিশ্বাস যারা ভাঙে তারা কি অপরাধী নয়?
তাই মানি, সবশেষে হবেই হবে জীবনের জয়।
——–@@@@@@@———-
ছন্নছাড়া