অমানিশা কেটে যায় পূবে ওঠে রবি
ধীরে ধীরে ফুটে ওঠে প্রকৃতির ছবি।
ছড়ায় রবি তার তেজময় প্রভা
সে প্রভায় উজ্জ্বল প্রকৃতির শোভা।
জীবন আঁধারও কেটে যায় একদিন
ভৈরবী সুরে বাজে জীবনের বীণ।
আলো এসে জীবনে ছড়ায় দীপ্তি
সুখ আসে ভেঙে তার সকল সুপ্তি।
জীবনে যখন আসে ঘোর অমানিশা
মনে হয় কোথাও নেই কোনো দিশা
সংগ্রামের পথ ধরে আসে ফিরে ঊষা
জীবনের প্রতি জাগে আবার ভালোবাসা।