#জীবনস্মৃতি
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#০৭/১২/২০২১
******************
জীবনস্মৃতি বাজায় গীতি সুরে ছন্দময়
আপন তালে বেজে চলে তবুও বেদনাময়
কত কথা ভাসে মনে হৃদয়ের আনাচে কানাচে
সুখস্মৃতি জীবন গীতি ভরে উঠে মনে।
কান্নাহাসির-দোল-দোলায় জীবন মিষ্টি হাসে
অগনন সুখস্মৃতি হৃদয় ভরিয়ে সুরের ঝরনা তোলে
শৈশবের রাঙা হাসি মনে আসে, আসে দেখি নতুন সূর্যোদয়
মিষ্টি সুখে হৃদয়ে জাগে, দেখি নতুন অভ্যুদয়।
জীবনস্মৃতি স্মৃতি ভাসে হৃদয়ে তার আনাগোনা
ভাবনাগুলো জড়ো করে রাখা আছে
হয়ে যায় নতুন রচনা
সুখ স্মৃতি মধুর গীতি বয়ে চলে আনমনা
আমি একা বসে ভাবি অন্বেষণে সৃষ্টি হয়ে চলে মোর ভাবনা।
হৃদয়ের টানে হৃদয় যে চলে সমাপতনে এই সম্ভাবনা
ভালো কিছু রয়ে যায় মনে; হয়ে যায় গীত রচনা
তবু আনমনা জীবনস্মৃতি চলে আঁকে বাঁকে
শিল্পী চেতনার মনে রাঙালো যত্নে আমারই ভাবনা এঁকে।
******************