জলসাঘর

 

#জলসাঘর
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১০/১২/২০২১
******************
খুসে পড়া দেওয়ালের পলেস্তারা আজও শোনায় পুরাতন ইতিবৃত্ত
পুরানো জলসাঘর থেকে ভেসে আসে বাঈজি নৃত্য
কত প্রেম, কত গাথা স্মৃতিবিজড়িত ইতিহাস
কালের প্রবাহে গিয়েছে চলে বিস্মৃতির তলে সময়ের নিষ্ঠুর পরিহাস।

জমিদারি ব্যবস্থা গিয়েছে চলে তবুও রয়ে গিয়েছে তার মেজাজ
মেজাজি মেজাজের ঝাঁজালো অহংকারে আজও বাজে পাখোয়াজ
রোজকার নামচা নৃত্য, আলো ঝলমলে বেলোয়ারী সুরে জমকালো আসর, স্মৃতিপটে ঝাপসা হয়ে আসে পুরাতনী স্মৃতি।

গিয়েছে চলে জমিদারি, গান শোনা চাই রোজ‌ই।
জলসাঘরে আজও পুরাতন রেওয়াজ শূন্যপুরী; সঙ্গী সাথীহারা আমি একা আজ।
মেজাজ রয়েছে শুধু সামর্থের অভাব, জমিদারি নেই রয়ে গিয়েছে ফাঁকা আওয়াজ।

বাতাসে ভেসে বেড়ায়, নিধুবাবুর টপ্পা কিংবা রসরাজের খেউর সব‌ই দুরস্ত।

কালের প্রবাহে সাম্রাজ্য আজ অস্তমিত।

জলসাঘরে ভেসে আসে আখতারী নৃত্য
শূন্য চাউনিতে ধরা পড়ে জমিদার আজ রিক্ত।

বাতাসে ফিসফিসিয়ে শোনা যায় হারানো দিনের সুর; অতীত দিনের ঐতিহ্য সবকিছু আজ শূন্য।
হৃদয় ভারাক্রান্ত তবুও মেজাজ আগের মত; জলসাঘরে জমিদার আজ নেই তবু রয়ে গেছে পুরাতনী স্মৃতি।

কালের প্রবাহে রয়ে যায় অদৃশ্য হাতছানি………

___সমাপ্ত___

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *