১
হাম্বা হাম্বা হাম্বা হাম্বা
ঐ গরুটা ডাকে
বালতি নিয়ে চল না দেখি
খাওয়াই জলটা তাকে
বাছুরটাও জলটা খাবে
তিড়িং মিড়িং লাফটা কাটে
আসছে ছুটে দ্যাখ না কেমন
তেষ্টাতে ওর বুকটা ফাটে।
২
ছাগল ছাগল ব্যা ব্যা ব্যা ব্যা
তোদের কি চুল পাকে?
আসিস তবে আমার কাছে
চিনিয়ে দেবো পার্লারটাকে
ইচ্ছেখুশি ছাঁট লাগাবি
হিরোর মতো লাগবে
ভয় পেয়ে ঐ ভয় পেয়ে ঐ
কসাইগুলো ভাগবে।