
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ধরেছি এক ছোট্ট ফড়িং
ও ফড়িং তোর ভয় নেই
তোকে আমি মারবো না
খেয়ে নে দুদু ভাত
নইলে তোকে ছাড়বো না।
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ধরেছি এক মিষ্টি ফড়িং
ঐ ঘাসমহলে ঘাসের ফ্ল্যাটে
জানি রে তোর বাড়ি
নে খেয়ে নে নে খেয়ে নে
নইলে দেবই আড়ি।
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ধরেছি এক ঘাসের ফড়িং
খাওয়ার শেষে খেলা হবে
কম্পিউটারে গেম
ফড়িং খেকো গুয়ে শালিক
শেম তারে শেম।
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ডিডি ডিডি ডিডিং ডিডিং ডিং
ধরেছি এক নরম ফড়িং
খাওয়ার শেষে খেলার শেষে
পৌঁছে দেব তোরই বাড়ি
মা-টি তোরই হয়ে খুশি
করবে আদর বাড়াবাড়ি।