দিঘীর পাড়ে তালের গাছে
মস্ত সে এক ডাক্তার আছে
সেই পাড়েতে নিশুত রাতে
দিচ্ছে দেখ পায়ে হাতে
ভ্যাকসিনটা তো করোনারই
ভিড় করেছে নরনারী।
মানুষ যখন ছিল তারা
পায় নি সুযোগ এসব তারা।
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
দিঘীর পাড়ে তালের গাছে
মস্ত সে এক ডাক্তার আছে
সেই পাড়েতে নিশুত রাতে
দিচ্ছে দেখ পায়ে হাতে
ভ্যাকসিনটা তো করোনারই
ভিড় করেছে নরনারী।
মানুষ যখন ছিল তারা
পায় নি সুযোগ এসব তারা।