#চোখ
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#২১/১২/২০২১
******************
রাতের আঁধারে চোখের পাতায় নেমে আসে নীল সন্ধ্যা
আকাশের গায়ে হেলান দিয়ে নক্ষত্রের আনাগোনা
আকাশটা আজ দীপ্ত জরির সাজে কল্লোলিনী
চোখের ঘুম বাষ্প হয়ে দূর আকাশে মিশতে চায়।
মাটির বুকে মোলায়েম মখমলের সজ্জায় ঘুম নেই
বাতাস ঠান্ডা জমে গিয়ে টুপটাপ ঝরে পড়ে
তরলিত চন্দ্রিকা গলে গিয়ে ঝরনা হয়ে আসে মাটি-পৃথিবীর টানে
ধূলি ধূসরিত জীবনের নৌকা টেনে নিয়ে যাবার মাঝি পথ খুঁজে পায়না।
তবুও জীবন নদীর প্রবাহমান বেগ স্থির হয়ে আছে
চোখের স্পষ্টতা ধ্রুবতারার দিক নির্দেশ করে নাবিককে পথ দেখায়
চোখের আকাশ সাঁজের তারার উজ্জ্বল উদ্ভাসিত প্রত্যয় নিয়ে আসে।
খোলা আকাশের নিচে টুপ করে ঝরে পড়ে মহাকাশ
আকাশের গায়ে হাত দিয়ে দেখি তার পেলব মসৃণতা আলপনা সজ্জিত
মাটি-পৃথিবীর টানে ফিরি বারবার
ধূলি ধূসরিত সন্ধ্যা ক্লান্ত পাখির ডানায় ভর করে অস্তমিত সূর্যের কাছে বার্তা পৌঁছে দেয়।
জীবন সায়াহ্নে এসে চোখের তারার উজ্জ্বল উপস্থিতি বিস্তৃত মহাকাশের ভেসে পড়ে অন্তিম শয্যায়
আঁধারের বুক থেকে ছিনিয়ে নিয়ে আসে আগামীর ভোর…..।
_____________