#চোখ_বললো
#শম্পা_সাহা
চোখ বললো দেখবো না
কান বললো থাক
ওর ওসব মিথ্যে কথা
অশ্রুত ই থাক
ঠোঁট বললো আর ছোঁবো না
হাত বললো যাক
ওর আঙুল না ধরে
একাই যাওয়া যাক
পা বললো একলা চলো
সঙ্গী নাই বা পেলাম
সঙ্গী হারা অনেকটা পথ
একাই চলে গেলাম
জল বললো তুলবো না
আর কখনো ঢেউ
বাতাস বললো মনের কথা
জানবে না আর কেউ
ফুল বললো ফুটবো না আর
কুঁড়ি থাকাই ভালো
হৃদয় বললো ভালো না বেসে
ঊষর থাকাই ভালো
মন বললো সব ভুলে যা
অশ্রু হাসির গুচ্ছ
জীবন বড্ড ক্ষণস্থায়ী
স্মৃতি ভারি তুচ্ছ
সবার কথা শোনার পরে
শেষ বললাম আমি
ওকে ছাড়া বাঁচবোই না
যত বলো পাগলামি
তোমরা যত বলো পাগলামি।
©®
শম্পা সাহা