চুপ বেশি কথা বলতে নেই,
বউয়ের মুখের ওপর মুখ দিতে নেই
বউ আর শ্বাশুড়ির নিত্য কাজ হয়ে দাঁড়িয়েছে,
ঝগড়া!
চুপ কথা বলতে নেই,
হ্যাঁ, একটি কাজ করতে পারো
কানে শুনো, চোখে দেখো
কোনো দোষ নেই!
চুপ কথা বলতে নেই,
দরকার পরলে দাঁতের মাড়ি যদি কড়কড় করে
চ্যুইনগাম খেতে পারো।
কিন্তু কথা বলতে নেই!