আমরা মিথ্যেটাকে সত্যি ভেবে কেমন যেন
আঁকড়ে ধরি,
আমরা চুপিসারে কাজটা সারি,ঘোরের মধ্যে
অকাজ করি।
আমরা সামনে এক,পিছনে এক,ভাবের ঘরে
চুরি করি,
ভালো কাজে এগিয়ে এলে,থামিয়ে দিয়ে পকেট ভরি।
আমরা বাঁচবো বলে ভয়ের সাথে সত্যি ভেবে
মিথ্যে পাই,
আমরা চলার পথে হোঁচট খেয়ে কেমন যেন
পাল্টে যাই।
আমরা অবশেষে কণ্ঠ ছেড়ে প্রতিবাদে
মুখর হই,
আমরা বেজায় চটে বুঝলে বিপদ জোটবদ্ধ
এগিয়ে রই।
ড.মহীতোষ গায়েন,অধ্যাপক, সিটি কলেজ