চার লাইনে প্রাণ প্রতিষ্ঠা-৯ রঘুনাথ চট্টোপাধ্যায়

<span;>চার লাইনে প্রাণ প্রতিষ্ঠা-৯
<span;>রঘুনাথ চট্টোপাধ্যায়

১.যখন মিথ্যের ভিতরে যুধীষ্ঠিরকে দেখি
   কিম্বা সত্যের ভিতরে কৌরবকে
   তখন একই সুইচে জ্বলে ওঠে
   আলো ও অন্ধকার …….।

২.চারিদিকে কথা বলছে পড়ন্ত বিকেল
    ভিতরে যন্ত্র বিকলের আওয়াজ
    আমার কোনো কবচকুন্ডল নেই
    শব্দব্রহ্মের আবাহণে গাঢ় হয়ে আছি ….।

৩.এখন আমিই আমার মাথার উপরে ছাদ
   এখন আমিই আমার পায়ের তলে মাটি
   মধ্যিখানে সমস্ত পাপ-পুণ্যের আড়ালে
   আমিই আমার প্রকৃত শিক্ষক ……।

৪.দুর্ভাগ্যের কামড়ে সৌভাগ্য কাতরাচ্ছে
    চারিদিকে সাপলুডো জীবনের চিত্রকল্প
    আমরাই আমাদের ভাগ্য হন্তারক
    অন্ধকারে হারিয়ে ফেলছি প্রাপ্তিযোগ….।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *