<span;>চার লাইনে প্রাণ প্রতিষ্ঠা-১০
<span;>রঘুনাথ চট্টোপাধ্যায়
১. আমার দক্ষিণে দন্ডায়মান সুরাপ্রর্দশনী
আমার বামে বয়ে যাচ্ছে দুধসাগর
মধ্যিখানে এক আকাশ অথৈ শূন্যতা
সর্বাগ্রে দৈববাণী মাখালো শূন্যতার আহ্বান…।
২. দেহ ও মনের বিরামচিহ্ন বিপরীতধর্মী তত্ত্ব
মন-পা যখন আটকে যায় শারীরিক খন্দে
শরীর যখন ছন্দ হারায় মন খারাপের রকে
তখন কাব্যে ডুবতে গিয়ে ডুবে যাই পাঁকে…।
৩. নিজের ভিতরে লুকিয়ে আছি বহুকাল
সরষের মধ্যে ঢুকতে পারিনি আজও
ভূত খুঁজতে গিয়ে ভূতুড়ে শব্দে
ভারী হয়েছে অমাবস্যার অভিধান…।
৪. এক এক ফুলে এক এক দেবতা তুষ্ট জেনেও
ফুলে আর ভরসা নেই মানুষের
ভক্তিহীন অতিভক্তির অন্ধকারে
মানুষেরা আর পড়তে পারেনা দৈব ইঙ্গিত…।