চাপ – ডি কে পাল

যা ভাবি তা ভুল হয়ে যায়

যা করি তা ভুল;

নিন্দুকেরা বলে আমি

সঠিক নই একচুল।

#

তিনে দু’য়ে পাঁচ বলি যেই

ওরা বলে ছয়,

প্রতি কাজে ভুল ধরাটা

ওদের মেধায় রয়।

#

সুস্থে ধীরে চিত্তে ফিরে

যেই এগিয়ে যাই,

সামনে পিছে অনেক বাঁধা

আচমকা টের পাই।

#

বাঁধার পাহাড় উতরে যেতে

ক’ জন রাখেন দম?

ধৈর্য্য,সাহস একাগ্রতা

বাঁধায়  বাড়ে কম।

#

ছেলে মেয়ের এ সংসারে

কে নিতে চায় রিস্ক?

এ সুযোগে কুচক্রিরা

বাজায় আপন ডিস্ক।

#

এমনি করে কত্ত প্রভা

নিভছে চাপে হায়,

নির্ঝঞ্ঝাট জীবন যাপন

কে না বলুন চায়?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *