চাঁদ মামা – ইব্রাহিম হোসেন

চাঁদ মামা  -   ইব্রাহিম হোসেন
চাঁদ মামা !  চাঁদ মামা!  
তোমার সাথে আঁড়ি ,
দিনের বেলায় হারিয়ে যাও
কোথায় তোমার বাড়ি ?
পূর্ণিমারই রাতে  হারাও
মধুর জোছনায় ,
দিনের বেলায় খুঁজে তোমায় 
নাহি পাওয়া যায়।
দিনের বেলায় খোকা খুকি
করে কাড়া কাড়ি,
তোর আগেতে যাব আমি
চাঁদ মামারই বাড়ি।
তোমায় দেখে কোলের শিশু 
ফোকলা দাঁতের হাসে 
মা দাদীরাও হেসে ওঠে 
ছোট্ট  শিশুর পাশে ।
আদর সোহাগ করে বলে 
আয়রে চাঁদ মামা ,
খোকা-খুকির কপালে 
টিপটা দিয়ে যা না ।
রাতের বেলা চাঁদ মামা 
তোমায় দেখে ঘুমায়,
সকাল বেলা না দেখলে 
কান্না থামা না যায়।
অনেক কষ্ট করে বুঝাই 
খোকা-খুকি রে,
চাঁদ মামা উঠবে রাতে 
হাজার তারার ভিড়ে ।
রাতের বেলায় চাঁদ মামা 
তোমার দেখে মুখ,
মনটা সবার ভরে যায় 
লাগে বড় সুখ ।
দোহাই লাগে চাঁদ মামা
হারিয়ে যেও না ,
দিনের বেলায় কোথায় থাকো 
আমায় বল না ?
দিনের বেলায় কখনো তুমি
লুকিয়ে যদি যাও ,
নয়ন মেলে খুঁজে নেবো  
লুকানোটাই ফাও । 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *