তোমাকে চমকে দেব বলে,
মোবাইল ফোন টা হারিয়ে ফেলেছি—
গুটি গুটি পায়ে তোমার
বাড়ি গিয়ে, দড়জায় কড়া
নেড়ে বলবো,
নবনীতা বাড়ি আছো ?
#
আকাশ মেঘলা হয়ে আছে
ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে,
সন্ধেবেলা র আগেই যেন
রাত এসেছে কাছে–
সন্ধ্যা মালতী না ফুটে চুপ করে আছে
জুঁই ফুল ছড়িয়ে আছে
গাছের আসে পাশে,
বৃষ্টির জলে সব গিয়েছে মিশে।
#
বৃষ্টি কে ভয় পেয়েছি, তোমার কথা ভেবে
তুমি হয়তো বলছ তখন, আয় বৃষ্টি ঝেঁপে——
ভিজবে বলে পা ফেলেছো, সমুদ্রের দিকে
#
তবুও আমি পথ চলেছি, বৃষ্টি মাথায় নিয়ে
গুটি গুটি পায়ে তোমার বাড়ির দিকে,
কড়া নেড়ে বলব আমি
নবনীতা বাড়ি আছো ?