ঘর

ঘর

— দীপক বেরা

 

প্রজ্জ্বলিত হোমাগ্নির পবিত্র শিখা

অগ্নিসাক্ষী,.. সাতপাকে সম্পর্কের পবিত্র বন্ধন

নববধূর লাল বেনারসী, গলায় মঙ্গলসূত্র। 

হয়তো মুদ্রাদোষে উল্টে যায় মঙ্গলঘট

একটা অদৃশ্য দেওয়াল.. 

দেওয়াল নিরক্ষর, বোঝে না পাপ-পুণ্য

প্রতিবিধানের বৃথা আয়োজন শেষে —

ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মঙ্গলসূত্রের ছিন্ন অবশেষ

দেওয়ালের গায়ে বিষাক্ত ছত্রাক, সিঁদুরের তেজস্ক্রিয়তা.. 

রাতজাগা পাখি ডাকে, যে আঙিনাকে বানিয়েছে ঘর! 

______§§______

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *