প্রাণ বাঁচানোর তাগিদে গৃহবন্দি ,
নেই অর্থ উপার্জন করার ব্যবস্থা।
মাথায় একটা কথা ঘুর ঘুর করছে,
কি হবে লক ডাউনের ভবিষ্যত?
কবে ফিরবো আবারও আগের,
অতিচেনা সাধারণ জীবনে?
আমাদের ব্যথায় সমব্যথী আকাশ,
যেনো মুখ ভার করে নিয়েছে।
মেঘের আড়ালে রবি মুখ লুকিয়ে ,
আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করেছে।
বৈশাখী দিনে মেঘ আচ্ছন্ন সকাল,
মাঝে মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি নামছে।
আকাশ ডাক দেয় গুরু গুরু ,
বাতাসে মাটির গন্ধ ভেসে আসে।
আমগাছের ডালে বৃষ্টি ভেজা কাক,
গলা ছেড়ে দেয় ডাক।
পাতা গুলি জলের ভারে নুঁয়ে পড়া ,
আড়ালে লুকিয়ে থাকা আম গুলি হাসছে।
মাঝে মাঝে দুষ্টু বাতাস এসে ,
আমের নূতন পাতায় দোলা দিয়ে যায়।
দুই চোখে প্রকৃতির অপরূপ দর্শন ,
মনের ঘরে সারা জাগাতে পারেনি।