গান / তাল – কাহারবা // পলাশ পুরকাইত

Debjani Purkait



ছোট্ট একটি নদীর তীরে

বসে আমি ঘাটের ধারে । 
বোধহয় আসিলে তুমি
বাজিয়ে হাতের কঙ্কন। 
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন। 
নদীর ওই নীল জলে
গোধূলির রঙ মেলে । 
ঘাটে বসে আমি ভাবি
তোমার ওই বিরস্ বদন । 
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন। 
ছোট্ট একটি ডিঙি লয়ে
মাঝি চলে হাল বেয়ে । 
ঘাটে বসে আমি দেখি
তোমার ওই কাজল নয়ন । 
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন । 
নদীর ওই ঢেউয়ের তালে
নোঙর করা নৌকা দোলে । 
ঘাটে বসে ঢেউ গুনি
হয়ে তোমাতে মগন্ । 
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন । 
ওগো নাটোরের রাণী
তুমি বড়ই অভিমানী । 
মাঝে মাঝে দেখা দিলে
মন করে উচাটন । 
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন  ।। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *