ছোট্ট একটি নদীর তীরে
বসে আমি ঘাটের ধারে ।
বোধহয় আসিলে তুমি
বাজিয়ে হাতের কঙ্কন।
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন।
নদীর ওই নীল জলে
গোধূলির রঙ মেলে ।
ঘাটে বসে আমি ভাবি
তোমার ওই বিরস্ বদন ।
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন।
ছোট্ট একটি ডিঙি লয়ে
মাঝি চলে হাল বেয়ে ।
ঘাটে বসে আমি দেখি
তোমার ওই কাজল নয়ন ।
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন ।
নদীর ওই ঢেউয়ের তালে
নোঙর করা নৌকা দোলে ।
ঘাটে বসে ঢেউ গুনি
হয়ে তোমাতে মগন্ ।
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন ।
ওগো নাটোরের রাণী
তুমি বড়ই অভিমানী ।
মাঝে মাঝে দেখা দিলে
মন করে উচাটন ।
ওগো বনলতা সেন
ওগো বনলতা সেন ।।