গল্পের নাম ভালোবাসা : তনুভা ভৌমিক

গল্পটা শুরু হয়েছিল
কোন এক গল্পের শেষ থেকে !!
যদিও বা ভাবিনি সেটা গল্পের শেষ ছিল
কিন্তু, সতিই সেটা গল্পের শেষ ছিল ।।
মনের ভেতর অজানা দ্বিধা-দন্ধ সব কিছুর মাঝে
না চেয়েও আমি নিজেই সেই গল্পের শেষ করেছিলাম ;
কারণটা, হয়ত বা তোর জানা ।।

তোর – আমার গল্পের শুরুটা
ওই নাম না জানা গল্প শেষের অনেক আগেই হয়েছিল ;
কিন্তু, সতিই তখন বুঝিনি
এটা আরেকটা নতুন গল্পের শুরু,
ভেবেছিলাম সময়কালের আবুঝপনা ;
তারপর, কোন এক অজানা সন্ধ্যায়
এই নতুন গল্প তার নতুন নাম পেল
                  ভালোবাসা !!
আজ আর বলতে কোন দ্বিধা নেই জানিস,
সেদিন যদি তুই পাশে এসে না দাঁড়াতিস
হয়ত আজ আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতাম।।

বেশ কয়েকটা মাস কেটে গেল
প্রেমের নতুন অনুভূতির সাথে ;
আর পাঁচটা সাধারণ গল্পের মতো
    আমাদেরটাও চলছিল ,
     ভালোবাসার জোয়ারে ;
           কারণ ছাড়াই
রোজ রোজ লড়াই , ঝগড়া , মান-অভিমান লেগেই থাকত ;
জানিস, লোকে বলে প্রেম যত বেশি পুরনো হয়,
ভালোবাসা নাকি তত বেশি হারিয়ে যায় !!
কিন্তু, আমাদের প্রেমটা ঠিক এমনটা ছিল না,
ভালোবাসার মায়াজাল এক সুতোয় বেঁধে রেখেছিল আমাদের !!
হাজারও ঝগড়া, মান-অভিমানের পর
একে অপরকে একটা ফোন ,
আর তারপর , ” খুব ভালোবাসি রে তোকে “
কথাটা বলতে কোন পিছুটান বাধা হয়ে দাঁড়াতোনা ;
কিন্তু, আজ ভালোবাসাটা কোন এক অজানা গলিতে হারিয়ে গেছে ।।
আজ আর একে-অপরকে ফোন করিনা ,
মাঝে চলে এসেছে হাজারো মাইলের ব্যবধান ;
একে – অপরের কোনো কিছুই আর ভালো – লাগেনা,
এটাও আর বলা হয়ে ওঠে না –
      ” ভালোবাসি তোকে,
                           খুব ভালোবাসি রে ” !!

আজ ওই কথাটা ভীষণভাবে মনে পড়ছে জানিস,-
” প্রেম যত বেশি পুরনো হয়
    ভালবাসা তত বেশি হারিয়ে যায় ” !!
কথাটা আজ অদ্ভুত ভাবে ভীষণ রকম সত্য ।।

জানিনা, গল্পের শেষটা এখানেই
নাকি আরও কিছু আছে বাকি !!

তবে প্রতিটা গল্পের শেষ মনে,
আবারও নতুন এক গল্পের শুরু ;

তোর – আমার গল্পটা না হয়
আবারও নতুন করেই শুরু হোক ।।

                                                                                                                                      ইতি-
                                                      তোর আমি 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *