গদ্য কবিতা : সেই মেয়েটা
সত্যেন মন্ডল
সেই মেয়েটাকে আপনারা কেউ দেখেছেন ?
বসন্ত এলে যে খোঁপায় গুঁজতো লাল পলাশ
পরণে থাকতো আকাশী রঙের বালুচরি শাড়ি
ঠোঁটে দিতো হাল্কা মকমলের মতো লিপস্টিক
এক হাতে থাকতো ঝকঝকে মানানসই বালা
মুখে তার হৃদয় তোলপাড় করে দেওয়া হাসি
তার মিষ্টি কথায় ঝরে পড়ত রাশি রাশি মুক্ত
মেয়েটা নামজাদা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী
অহংকার শূন্য মেয়েটা একবার শুধু একবার দৃঢ়
কণ্ঠে মঞ্চে বলেছিল, দেখো দুর্গা আবার আসবে
আবার অসুর নিধন হবে, আবার নতুন সূর্য উঠবে
যাদের মেয়েটা ও-সব কথা উদাত্ত কণ্ঠে বলেছিল
গিরগিটির মতো বদলানো বর্ণচোরা পশু গুলো
মেয়েটার সব স্বপ্ন সাধ আকাঙ্ক্ষার মৃত্যু ঘটিয়ে
সব নষ্ট করে নিকষ অন্ধকারে নিয়ে চলে গেছে
কামুক তৃপ্তি মিটিয়ে টেনে হিঁচড়ে কোথা ফেলে দিয়েছে
সেই মেয়েটার খোঁজ চলছে ! কেউ তাকে দেখেছেন ?
যদি মেয়েটাকে দেখতে পান ,তাকে জিজ্ঞেস করবেন
অপ্রিয় সত্য কথা বলতে আছে ? একথা সে জানত না ?
মেয়েটা নতুন নতুন স্বপ্ন দেখাবার প্রতিভা নিয়ে এসেছিল
মেয়েটাকে বড় প্রয়োজন !একটা আকাশ দিতে পারত
যার নক্ষত্রের আলো সবার হৃদয় মন পবিত্র করে দিত।
_________________
সত্যেন মন্ডল