অভাগী মেঘের ছিন্ন ডানায় জল
মেঘের যদি আকাশ ছিল কেন হল
এমন বল—-?
ছিন্ন মেঘের বুকের পাথর শব্দ করে
অমোঘ আদেশ মানতে হবে,সরোবরে জলের প্রয়োজন।
চৈত্র দুপুর শুদ্ধ হল আকাশ নিশ্চল,
হঠাৎ ঝড়ে আঁধার হল হৃদয় অবিচল,
সুদূর গগন স্তম্ভিত মেঘে ম্লান।
দুপুর বেলা রাতের আভাস, কি করে হয় শুদ্ধ আকাশ?
পথের মাঝে সন্ন্যাস সাজে গাজনের তরে
শব্দ-সাজে গোপন উপবাসে চৈত্র দুপুরে।
ঝড় জলের চিৎকার সব অক্ষম হল অক্ষরে অক্ষরে।।
বন্দনা পাত্র