খোলা চিঠি – ভাস্কর মাঝি

খোলা চিঠি   - ভাস্কর মাঝি




সময়ের সঙ্গে সঙ্গে জন জীবনের এক পরিবর্তন।
আজ আর কোন কিছুর হিসেব মেলে না, কল্পনাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে বাস্তব।
মুখোশের আড়ালে লুকিয়ে আছে সত্যের জয়।
মন্দ যা কিছু ছাপিয়ে গেছে ভালো কে।
আগামী নিধনের ঘন্টা ধ্বনি বেজে গেছে লোক চক্ষুর আড়ালে।
হে প্ৰিয় :—-
                   সন্মোধনের ফাকা জায়গাটা, কে কোন মতে পূরণ করতে পারলাম না। উদ্দেশ্য হীন আমার এই চিঠি, সকল সম্মানীয় সুধীজনের কর্ণ গোচরে আলোক পাতে বেহিসাবি আবেদন।
শিল্পীর সত্তা,কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্পীর যেমন নিজের কর্মের প্রতি দায়িত্ব শীল হওয়া প্রয়োজন, তেমনি শিল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক জিনিসটা,কে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বর্তমান সময়ের নিরিখে দাঁড়িয়ে ভালো খারাপের বিচার কিন্তূ  নামডাক, প্রতিপত্তি ও যোগসূত্রের উপর বড্ড বেশি নির্ভরশীল।
তাই বেনামী শিল্পীর শিল্প অর্থবহ বহন করলেও
আমার আপনার ভাবনায় যারা নামী তাদের বেলেল্লাপনায় হারিয়ে যেতে বসেছে আগামী প্রজন্মের শিল্পী সত্তা।
সকল গুণীজনের প্রতি আমার নৈতিক প্রার্থনা বিশাল বটবৃক্ষের সহিত ক্ষুদ্র চারাগাছ কে সম পরিমান যত্ন নিন। তাকে মেলে ধরতে সাহায্য করুন, বাঁচার অধিকার দিক।
হয়ত বটবৃক্ষের প্রয়াণে ক্ষুদ্র চারাগাছ আপনাকে অক্সিজেন যোগাবে।
তার বাতানুকূল পরিবেশে ফেলে আসা অতীত ঘোলাটে স্মৃতি,তে  মেদুরতা প্রকাশ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *