যে নিয়ম করে প্রতিদিন ডায়েরি লেখে
সে খুব একটা খারাপ কাজ কখনওই করতে পারে না।
কেউ চায় না, তার খারাপ কাজের কোনও সাক্ষী থাকুক
কেউ চায় না, তার খারাপ কাজের খবর কেউ জানুক
কেউ চায় না, কেউ তার খারাপ কাজ
আর একজনের কানে তুলুক।
যে নিয়ম করে প্রতিদিন ডায়েরি লেখে
সে খুব একটা খারাপ কাজ কখনও করতে পারে না।
আপনার নাতি বা নাতনি
যে একদিন এই পৃথিবীতে আসবে
সেই পৃথিবীটাকে আরও একটু সুন্দর করতে হলে
এখন থেকেই আপনার বাচ্চাদের
নিয়ম করে ডায়েরি লিখতে বলুন
বলুন, সব কথা অকপটে লিখতে।
