খেলা হোক
— ছন্নছাড়া।
আমিও চাই খেলা হোক,
আপনিও চান খেলা হোক।
পরিবেশ দূষণের বিরুদ্ধে খেলা হোক!
সামাজিক দূষণের বিরুদ্ধে খেলা হোক!
কুসংস্কারের বিরুদ্ধে খেলা হোক!
প্রতিকূলতার বিরুদ্ধে খেলা হোক!
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হোক!
ঘুষের বিরুদ্ধে খেলা হোক!
মিথ্যাচারের বিরুদ্ধে খেলা হোক!
মহামারীর বিরুদ্ধে খেলা হোক!
বেকারত্বের বিরুদ্ধে খেলা হোক!
নিরক্ষরতার বিরুদ্ধে খেলা হোক!
বৃদ্ধ পিতামাতার উপর অত্যাচারের বিরুদ্ধে খেলা হোক!
খাদ্যদ্রব্যে বিষ মেশানোর বিরুদ্ধে খেলা হোক!
ক্ষুধার বিরুদ্ধে খেলা হোক!
অনাহারের বিরুদ্ধে খেলা হোক!
হানাহানির বিরুদ্ধে খেলা হোক!
মধ্যস্বত্বভোগের বিরুদ্ধে খেলা হোক!
জল অপচয়ের বিরুদ্ধে খেলা হোক!
জলাশয় বন্ধের বিরুদ্ধে খেলা হোক!
বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে খেলা হোক!
মানব সভ্যতা ধ্বংসের বিরুদ্ধে খেলা হোক!
জানি এগুলো প্রকাশ্যে বললে সবাই বলবে
আমার, আপনার বিরুদ্ধে খেলা হোক।
তবুও বলব, এসবের বিরুদ্ধে হোক খেলা হোক!
------@@@@@@-----
ছন্নছাড়া