শিরোনাম : #খুঁজে_ফেরে_মন
✒কেয়া চক্রবর্তী
আমরা সবাই খুঁজি একটা “তুই” ঠিক মনের মতন,
যাকে রাখতে পারি, মনের কোণে, অতীব করে যতন।।
তেমন একটা “তুই” সবার জীবনে বিরল,
জীবনটা দেখতে যতই লাগুক না সরল,
মনের মতো মানুষ পাওয়া সোজা নয়,
যে না বলতেই বোঝে অপরের হৃদয়।।
মন সেই অর্থে এক জটিল ধাঁধা,
খুঁজি উত্তর যার, পাই কেবলই বাঁধা।।
এমন সুজন খুঁজে ফেরে পাগলপারা মন,
বলতে পারো কোথায় গেলে পাবো খুঁজে এমন রতন?
যার হৃদয়ে রাখবে আমায় মুক্তোর মতো করে যতন।।