লিখছি আমি মনের কথা লিখছি আমি খাতায়
লিখছি আমি রংবাহারি লিখছি গাছের পাতায়
লিখছি আমি সাগর পাড়ে
লিখছি বালুকা তটে।
লিখছি আমি কুয়াশা মেখে
লিখছি আকাশ পটে
লিখছি আমি রঙ বাহারি
লিখছি নানা ফুলের মেলায়।
লিখছি আমি গদ্য কবিতা
লিখছি আবেগ মথিত ব্যথায়
লিখছি আমি ছন্নছাড়া
লিখছি আবোল তাবোল।
লিখছি আমি খাম খেয়ালী
লিখছি নানা শব্দের বোল
লিখছি আমি আকাশ পাতাল
লিখছি আমি মনের কথা।
লিখছি আমি রঙ বাহারি
লিখছি ছন্দে কথা
লিখছি আমি রকমারি
লিখছি সহজ ভাষায়।
লিখছি আমি হিজিবিজি
লিখছি অবাক করা কথায়
লিখছি আমি জানা-অজানা
লিখছি শব্দকোষ ভরা আশায়।