খাঁড়ার ঘা। ————————- পীযূষ কান্তি সরকার
ফেব্রুয়ারির শেষদিনে নন্দনের রিটায়ারমেণ্ট হয়েছিল দারুণ হই-চই-এর মাধ্যমে, ফেয়ার – ওয়েল দেয়াও হয়েছিল রীতিমতো উৎসবের পরিবেশে কিন্তু মে-মাসের একত্রিশে প্রণয়ের অবসরপ্রাপ্তি ঘটল সম্পূর্ণ নীরবতায় ! পুরোদমে চলছিল লকডাউন, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানই তখন বন্ধ — সম্বল শুধুই দীর্ঘশ্বাস ! পেনশনের তদারকির জন্য স্কুলে দু-চারবার যেতে সয়েছিল প্রণয়কে। সহজে তো কিছু হয় না ! নভেম্বরে আবার স্কুল খুলল। সেদিন ফোনে রাজেশ বলল, ” কেমন আছেন, ভালো তো!” সদুত্তরই দিয়েছিল প্রণয় কিন্তু তারপরই রাজেশের কণ্ঠে ভেসে এল প্রশ্ন, ” ছাত্রদের ইণ্টারনাল মার্কস তো আপনারই দেওয়ার কথা ছিল, তাই না !” — রিটায়ারমেণ্ট হয়েছিল লকডাউন পিরিয়ডে, তার ঠিক আগেই জোর করে ভোটে পাঠানো হয়েছিল –ভুলে গ্যাছো বুঝি! নম্বর দেবো কখন ? — স্কুলে তো পরে এসেছিলেন ! এটা তো আপনারই দায় ! ক্ষিপ্ত প্রণয় উত্তর দিল, ” তুমি নিতান্তই ডিলিং ক্লার্ক — হেডমাস্টার নও, ভুলে গ্যাছো বোধহয়!” ———-
তারিখ : ৯ ডিসেম্বর ২০২১
পীযূষ কান্তি সরকার, কদমতলা, হাওড়া – ১ পশ্চিমবঙ্গ, ভারত।
চলভাষ/হোয়াটস অ্যাপ : 9831951215