ছাই ভষ্ম গায়ে মেখে পড়ে থাকো শ্মশানে
শ্বশুর বাড়ি গেলে তোমার বসতে দেবেনা আসনে
বেজায় রেগে যাবে তোমায় দেখে মা মেনকা
জামাই বলে মানবে না জুড়ে দেবে বেজায় ধামাকা
#
ও মা মেনকা
এলাম আমি এবার পাঁচ দিনের তরে
আর বোলোনা মাগো
ছেলে মেয়ে নিয়ে এলাম প্যাঁচ প্যাঁচে কাঁদা আর জলে
#
কষ্টের দিন আমার অতি যেতে হবে কৈলাসে
সেথায় একাকি পতি পাগল হচ্ছে গাজার দৌলতে
ক’দিন বাদে মা মোর লক্ষ্মী আসবে ঘড়া নিয়ে
এক পক্ষ বাদেই আমি আসব অন্য রূপ ধরে