শিরোনাম : #কে_আপন_কে_পর
✒ : কেয়া চক্রবর্তী
আমার কাছে দামী
কেবল তারা,
মনখারাপের সময় ভীষণ
আগলে রাখে যারা,
বলতে হয় না মুখে
তাদের কোনোই কথা,
না বলতেই বুঝতে পারে
মনের সকল ব্যথা,
তারাই আমার কাছে
রামধনুর ওই সাতটি রঙ,
সুখ, দুঃখ, আনন্দ, বেদনা,
ভালোবাসা র সাথে একটু মিশে ঢঙ,
কখন যে তারা মুছিয়ে দেয়
আমার মনের কালো,
হেসে উঠি খিলখিলয়ে, যেন
মেঘের কোল চিড়ে বেরিয়ে আসা সূর্যের আলো,
কেটে যায় সময় তাদের সাথেই,
আপন হোক বা তারা পর,
দুঃখের সময় পাশে থেকে
এভাবেই আগলে রেখো জীবনভর।।
জানিনা তারা কে যে আপন
কে যে আমার পর,
রক্তের সম্পর্কের না হয়ে ও
আত্মীয়তা অটুট থাকুক বছরের পর বছর।।
#কে_আপন_কে_পর
©কেয়া চক্রবর্তী®
কবিস্বত্ব সংরক্ষিত