🔸#মোদের_ছোট্র_গাঁ_
🔸✍️খগেশ্বর দেব দাস।
———————————————————————-
তোরা কে যাবি ভাই,
মোর সাথে ঐ মোদের ছোট্র গাঁয়!
সেথায় গাছের ছায়ায়, লতায় পাতায়,
উদাসী বনের বায়!!
মোদের ঐ ছোট্ট গাঁয়ের ছোট্র নদী
চলে বাঁকে বাঁকে,
তাঁর বাঁকেতে কাঁশফুলেতে ছড়িয়ে আছে
শারদ প্রাতের ছোঁয়া,
সেই ছোঁয়াতে দূগ্গা আসে গুটি গুটি পায়!
তোরা দেখবি যদি আয়,
তোরা কি যাবি মোদের গাঁয়!!
কাঁশ বনেতে ফুল ফুটেছে,
দোলে হিমেল হাওয়ায়,
তোরা দেখতে যদি চাস,
শিশির ভেজা মাঠ পেরিয়ে যেতে হবে ভাই!
দেখতে পাবি সকাল বেলার সূর্য ওঠার
কেমন রঙ্গিন বেশ!!
সেথা আছে শাড়ি শাড়ি তাল বাগান
আর গোলা ভরা ধান,
তাল বাগানের মাথার উপর সূয্যি মামা
উঁকি দিচ্ছে ঐ!
তাল কুড়োতে বেলা হলো কি যে করি ছাই,
নাইতে হবে তাড়াতাড়ি এবার বাড়ি যায়,
তোরা দেখবি যদি আয়!!
ভোরের বেলা ঘুম ভাঙ্গাতে দাঁড়িয়ে আছে
শিউলি ফুলের শাড়ি,
তার সুবাষে ময়না আমার জেগে উঠে ভাই!
এমন গ্রামটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সে যে আমার জন্মভূমি,তোরা দেখবি যদি আয়,
মোদের ঐ ছোট্র গাঁয়!!
সেথা ঝিলের ধারে লাল শালুকের ছড়া ছড়ি,
পদ্ম ফুলের গড়া গড়ি ভাই!
মন মানে না আঁচলে তে তুলে আনি তাই,
তোরা দেখবি যদি আয়!!
——————————————————-