কোলাহল তোমার পূর্ণ উন্মত্ত যৌবন
বিমুখ করে বারবার।
অন্তর মুখ খোঁজে
ঝিনুকে মুক্তো হবার প্রত্যাশায়।
#
উরন্ত চিলের ডানা ক্লান্ত যখন
আমি বসি একা
সংসার বিমুখ,
দেনা পাওনা পাখির পালকের মতো
পরে খোসে
স্মৃতির শহরে পুরোনো কাঠের বেঞ্চ
সন্ধ্যের অপেক্ষায়।
আজ আমি একা
তোমার অনুরোধ উপেক্ষা করে
হাত বুলিয়েছি নরম সবুজ ঘাসে।
#
এক তাল মাটি নিয়েছি তুলে
তোমার অপরুপ সুন্দর হৃদয় মূর্তি গড়ব বলে,
বহু বার গড়েছি, অজস্র বার ভেঙেছি
তোমার মূর্তি তোমার হাতে
উপহার দেব বলে।