কেন আজ আমরা আসক্ত – প্রিতময় সেন

কবিতা : আসক্ত প্রজন্ম
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি।

হে নবীন!
আগামীর প্রজন্ম, জাতির উজ্জ্বল নক্ষত্র
তোমরা আজ ফোনে কেন আসক্ত?

বয়সটা যে তোমার স্বপ্ন বোনার
ভাবনায় এখন মগ্ন হওয়ার,
মানব সেবায় ব্রতী হয়ে
মানবিক হওয়া উচিত তোমার।

সবকিছুকে ভুলে তুমি, করছো ক্ষতি
তোমার ও জাতির
মস্তিষ্ক তোমার হচ্ছে ক্ষতি
ফোনটাতে তোমার বাড়ছে আসক্তি।

আসক্তি ভুলে, সজাগ হও
সফল ব্যক্তির অনুসারী হও,
চিন্তা ভাবনা বিকশিত করো
মোবাইলকে ফেলে, বইকে ধরো।

Facebook Page Link

https://bit.ly/3J5xbil

81239346.jpg

প্রিতময় সেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *