কে তুমি , লক্ষ যোজন দূর হতে
মোর হৃদয় কাননে উঁকি মারিতেছো ?
মোর চক্ষুর অদূরে কৃক্ষচূড়ার তলে
এলো কেশে পুষ্প হাতে দাঁড়ায়ে
কেবল আমারই অপেক্ষায়–
হাজার সনের অন্তরালে
কেবলি আমারই পাওয়ার লালসায়–!
আমি দাঁড়ায়ে তব সনে
মম স্পর্শে ঝরিছে পুষ্প
তবু তুমি খুঁজিছো অজানা জগতে !
কুড়ায়ে লয়ে প্রদান না করিলেও
ভালোবাসা রাখিও তোমার হৃদে
মম প্রতি—