কুহকী ভুবন
জাহাঙ্গীর চৌধুরী
স্রষ্টা তুমি সৃষ্টি আমরা জগৎ তোমার ,
মানুষরূপে জন্মেছি মর্তে এ আমাদের অহংকার।
ভোগের তরে সৃজন তোমার কুহকী ভুবন ,
স্নেহ মায়ামমতা ভালোবাসার বেশুমার বন্ধন ।
ধরনীর বুকে জন্মের পাশাপাশি মৃত্যুর অবস্থান,
এ চিরসত্য জেনে করি অজানার ভান।
এ জগতে হায় মরতে কে চায় ,
অনন্তকাল বাঁচতে বিমত্ত সবাই।
ক্ষণকাল ভোগে অন্যের ধন করি লুন্ঠন,
বুভুক্ষের অন্ন কেড়ে উল্লাসে করি ভক্ষণ।
চরাচরে নিরন্তর গড়ি সম্পদ গিরি,
নগ্ন পাপের গহীনে নিজেকে পাপিষ্ঠ করি।
পাপ পুণ্যের হিসেব হবে তোমার দরবারে ,
ভ্রমি আমরা তা লোভ লালসার ভারে।
দাও হে প্রভু আমাদের পুণ্যের কর,
ত্যাগিতে পৃথিবীর পাপের সর্ব কুহোর।।
জাহাঙ্গীরচৌধুরী