কী দিন এলো দাদা
পকেট হল শাদা
মনের কোণে ঐ যে দূরে
ঘোড়া বনে গাধা!
কি দেব ছাই কথা
শুনে লাগে ব্যথা
রতার কথা মাথায়
এলে ঘুরতে থাকে তা।
কী দিন এলো ভাই
তুলনা যার নাই
ধূপ ধুনোতে না মানাতে
মাস্ক মুখেতে চাই।
কী দিন এলো দিদি
রক্তে পাগল নদী
গায়ের জোরে বাজার
করে আক্রান্ত হই যদি।
কী দিন এলো হরি
ভয়েই আমি মরি
করোনাসুর যাবে
মায়ের শূলে চড়ি।
কী দিন এলো ভবে
গণেশ পুলিশ হয়েই রবে
লক্ষ্মী জোগান অঢেল
পয়সা বাঁচতে আজ হবে।
ঝাড়ু হাতে দেবসেনাপতি
পরিচ্ছন্নতায় দিয়ে মতি
বলেন ডেকে কাছে
সচেতনতায় হও গো ব্রতী।
সরস্বতী এই বিপদে
সাবধান করেন পদে পদে
বাঁচাতে চাই সকলকে
সংক্রমণ রোধে।
এসব শুনে বিচারপতি
দিলেন রায় অদ্ভুত অতি
পুজোর ভিড়ে মণ্ডপ জুড়ে
ঠাকুর দর্শনবন্ধের রীতি!!