কিছু ব্যক্তিগত

কিছু ব্যক্তিগত
—দীপক বেরা

সারাদিন অরণ্য দাপিয়ে ঘেঁটেঘুটে
সংগ্রহে সামান্য কিছু ডালপালা, আর
ব্যক্তিগত কিছু শিকারহীন আক্রোশ..
জ্যোৎস্নামাখা রাতের পোশাকে প্যাঁচার
আত্মগোপনের নিশাচর গল্পের সাথে
কল্পনার ইমেজারি কবিতা মনের ভিতর
একটা তরঙ্গ খেলিয়ে দেয়—
আন্দোলিত হয় প্রশস্তির উচ্চারণ
তখন বালিশ পুড়িয়ে দগ্ধ শরীর জুড়ে
বেঁচে থাকার জ্বলনের ব্যস্ত বিন্যাসে
না হয় একটু বৃষ্টি ঝরুক..

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০২|০১|২০২৩

inbound9206150330306529288-1.jpg inbound1594169402060076283-0.jpg

DIPAK BERA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *