জেনে বুঝে কেইবা হারাতে চায় আর
যার যায় সেই তো বোঝে
যা গেছে তার মূল্য কতখানি
তবু ঢেউ আসে… ঢেউ ভাঙে নিরন্তর…
অন্ধকারের গর্ভ হতে আলোর ঐ পথ
খুঁজে পাওয়া কি যায় সবসময়!
জানিনা অপ্রেমিকের মত কত কাল
মিথ্যে প্রবোধে কাটাবো জীবন…
অবসাদের ভীড়ে মনে পড়ে যায়
ফেলে আসা ঐ চৈত্রবেলার কথা
চোখের আড়াল হতে লাগেনা সময়
তবু সেই স্মৃতি সতত রয়ে যায়…
সমর্পন ফিরে আসে অবশেষে
এরপর আর কিইবা থাকে বাকী
তবু এই মন?
কিছু… কিছু তো চায়…