কালা চাঁদ
আমি আজ কালো চাঁদ দেখেছি মাগো
সে নগ্ন-বিবস্ত্র ছিলো
অভুক্ত – নিপীড়িত ছিলো ।
সে নির্যাতিত – বঞ্চিত ছিলো
সেও আমারি মতো স্বাধীনতাকামী ছিলো।
সেও তোমার সাত শ’কোটি সন্তানের একজন ছিলো ।
তবে কেন সে ক্রীতদাস হলো ?
সত্যি বলছি সে অনেক অনেক সুখী ছিলো;
তার তোমার সভ্য – উন্নত জাতির ওপর
কোনো বিদ্বেষ কোনো রাগ ছিলো না!
যাওয়ার সময় সে বলেছিল “যারা আমার চেয়েও কাঙাল ;
তারা আমায় কি দেবে !”
আমরা কি তার চেয়েও বেশি কাঙাল মা ;
ও মা বলো না !!!
কালা চাঁদ
© ভাস্কর রায়
বিভাগ: রংপুর
জেলা: ঠাকুরগাঁও
বাংলাদেশ
Bhaskor Roy