কাঁচাঘুম
রঞ্জিত বিশ্বাস
ফুটবল ম্যাচের সভাপতি
করা উচিত কাকে,
রাজুর কাকা গভীর চিন্তায়
নস্যি টানলো নাকে।
রাজুর কাকা অবশেষে
একটা যুক্তি বানায়,
বোঝা গেলো সভাপতি
তাকেই কেবল মানায়।
সারারাত্রি করলো চিন্তা
বক্তব্য কি রাখবে,
কতো বছর পরে কালকে
সাবান গায়ে মাখবে।
খেলার মাঠে মারপিট বাঁধলো
রেফারি খুব কাঁচা,
চিন্তায় কাকার প্রাণের পাখি
ভাঙ্গতে চাইছে খাঁচা।
হঠাৎ কাকা খেলো ঘুষি
বললো ওরে বাঁচা,
চেয়ে দেখে গিন্নী বলছে
ভাঙ্গলে তো ঘুম কাঁচা?
চাঁদপুর,নদীয়া
ফোন নং 7908074219
পেশা শিক্ষকতা
রঞ্জিত বিশ্বাস