কল্পনা : শ্রী রাজীব দত্ত

গত কাল সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা পাথরে ধাক্কা খেলাম। সেই পাথরটা নাম হয়তো বিবেক। আমি তাকে প্রশ্ন করি অহেতুক এই আঘাতের কারণ? সে উত্তর দিলো এটা তোমার অহেতুক  মনে হওয়ার কারণ ? আমি হতভম্ব এর মানে? সে বলল একবার নিজের হৃদয়কে আঘাত করে দেখো, তার ক্ষতটা কতখানি? আজ যতটা তুমি ব্যথা পেয়েছো তার থেকে হয়তো অনেক বেশি তাকে আঘাত দিয়েছো নিজের অগোচরে কত কিছুই না ভুল করেছো।

কখনো কি ভেবেছো যেটা  তুমি শান্তির জন্য, আকাঙ্ক্ষার জন্য, আনন্দর জন্য করেছ সেটা অন্যের ক্ষতি করতে পারে? নিজে ভালোভাবে থাকতে গেলে পাশের জনের   ভালো চাও তার নিন্দা খুদ ধরতে যেও না। তুমি হয়তো একটা গোলাপ কিন্তু ভুলে যেওনা তোমারই অজস্র কাটা   আছে,,,


ঠিক এমন সময় হঠাৎ করে এক ভদ্রলোক আমাকে বলল দাদা   রাস্তার মধ্যে দাঁড়িয়ে  থাকার কোন মানে হয় না। তখন বুঝলাম যেটা আমাকে ব্যাথা দিয়েছে সেটা আসলে একটা  কেবলই  পাথর । কথাগুলো কল্পনার সাথে আমার বিবেকের। একটা বার যদি নিজের ভুল দেখতে পাওয়া যায় তাহলে অন্যের ভুলগুলো তখন তুচ্ছ বলে মনে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *