কলমের আত্মকথা

শিরোনাম – কলমের আত্মকথা
কলমে – ছন্নছাড়া
তারিখ – 20/12/21

আমি এক হতভাগ্য কলম!
দোকান থেকে একদিন কেউ যত্ন করে কিনেছিল
সামান্য কিছু টাকার বিনিময়ে!
তখন বুঝি নি সে ছিল এক পাগল কবি!
তার হাত ধরে, তার কল্পনায় ভর করে,
আমার সমস্ত শরীরের শিরা উপশিরা থেকে,
উষ্ণ শোণিত ধারা আপন মুখে তুলে এনে,
শেষ পর্যন্ত শেষ বিন্দু দিয়ে লিখে গেছি
জীবনের জয়-পরাজয়ের সুদীর্ঘ কাব্যগাঁথা।
একটু একটু করে শোণিত ধারা পড়ত ঝরে,
জীবনের সাদা কাগজের ‘পরে,
তারপর আমার রক্তহীন শবদেহখানি পড়ে থাকল
আমারই রক্তমাখা সেই সব কাগজের ভিড়ে!
হয়ত একদিন সেখান থেকে কেউ তুলে ফেলে দিল
আমাকে রাস্তার ধারের কোন এক নোংরা ডাস্টবিনে!
তারপর অনাদরে কেটে গেছে না জানি কত সময়!
আমাকে আর মনেও নেই, সেও জানি!
সেই পাগল কবিটাও ভুলে গেছে আমায়!

বহুদিন পর কোনো একদিন কারো হাতে পড়ে যাবে
হয়তো বা আমার রক্তভেজা সেই কাগজের ডালি!
তার হাত ধরে হয়ত বা পৌঁছে যাবে একদিন
আমার রক্তধারায় লেখা সেই কাহিনীর সকল পান্ডুলিপি তোমাদের ঘরে ঘরে!
সেদিন জীবনের সেই জয়-পরাজয়ের আখ্যান
পড়তে পড়তে তোমাদের চোখ ভিজে যাবে!
তোমাদের নরম গালের স্পর্শ নিয়ে পড়বে ঝরে
হৃদয়ের গভীর থেকে উঠে আসা সমবেদনার অশ্রু,
আমার শুকিয়ে যাওয়া শোণিত দাগের উপর!
সেই দিন, সেই দিন জেনো সাফল্য পাবে
আমার মুখ দিয়ে উঠে আসা সেই রক্তের ধারা।

——-@——-
# স্বত্ব সংরক্ষিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *