কবি জীবনানন্দ দাশ মহাশয় স্মরণে

“ আত্মঘাতী ক্লান্তি আমার কবিতায়
সকলেই কবি নন কেউ কেউ কবি ।“
আজ তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না
বাংলার কবিতার নির্মম চরাচরে ।
মেসে, ল্যান্সডাউনের সেই ভাড়া বাড়িতে
বরিশাল থেকে কোলকাতার অলিগলিতে।
১৮৯৯ সালের ১৭ই ফেব্রুয়ারি, জন্ম নেন বরিশালে
সত্যানন্দ – মাতাময়ী কুসুম কুমারী দেবীর কোলে।
একমাত্র ভাই অশোকানন্দ, ছোট্ট বোন সুচরিতা
বনলতা, কে ? এ প্রশ্ন বানের বিদ্ধ করলে
শুধুই যেন মুচকি হাসি, গোপনে রাশি রাশি।
লাবণ্য দেবীকে স্ত্রী রূপে পেয়েছেন দুর্গম যাত্রা পথে
অসুখী দাম্পত্যের নির্জনে ছবি এঁকেছেন তপ্ত বালুচরে।
১৯২৭ সালে প্রথম কাব্য গ্রন্থ প্রকাশ ‘ ঝরাপালক ‘
মেচেদা থেকে হাওড়ার পথে লোকাল ট্রেনে
পান্ডুলিপির অ্যাটাচি খোয়ালে, সৃষ্টি হারা মনে।
১৯৫৪ সালের ১৪ ই অক্টোবর ট্রাম দুর্ঘটনায়
শম্ভুনাথ হাসপাতালে অষ্টম দিবস-রজনীর লড়াই ।
২২শে অক্টোবর রাত্রি ১১ টা ৩৫ মিনিটে
চলে যে গেলেন নিম পেঁচার ডাকে পরলোকে।

FB_IMG_8439056383611798971-1.jpg Screenshot_20230217-085949_Google-0.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *