শিরোনামঃ তোমার মনের সফটওয়্যারে
কলমেঃমো সেলিম হোসেন
তারিখঃ২২/০৩/২০২১ইং
—————————————————-
অজস্র বার ফিরাতে চেয়েছি রাখতে অটুট বন্ধন,
কখনো হয়েছি নব উন্মাদ,কখনো হয়েছি ক্ষ্যাপা।
কখনো হয়েছি বিশ্বপাগল,কখনো হয়েছি বোকা।
পারিনি ফিরাতে মনমন্দিরে যা হয়েছে সেদিন বিনষ্ট।
কবিতার চরণে সাজিয়েছি তোমায় প্রাণের মেরিঞ্জনার নামে,
উপন্যাসের নায়িকা করে রেখিছি পাতায় পাতায় জুড়ে।
গদ্য কিংবা পদ্য লিখেছি সেখানেই খুঁজে পাবে,
তোমার নামটি লিখা আছে প্রিয় বড় বড় অক্ষর দিয়ে।
উন্মাদ হয়েছি অতি উন্মাদ জানতে চেয়েও না কেনো?
ইতিহাস একদিন বলবে সে কথা শুধু তুমি বেঁচে থেকো।
নাইবা গড়লাম নতুন তাজমহল তোমার প্রেমের জন্য,
উপমা দিয়ে সাজাতে তোমায় চেষ্টার করিনি ত্রুটি কোনো।
জীবনানন্দ যেমন করে সাজিয়ে ছিল নাটোরের বনলতাকে,
তেমনি তোমাকে সাজিয়েছি আমি জয়পুরের মেরিঞ্জনার বেশে।
তোমার মনের মন্দিরে আমি প্রেমের ইনস্টুল দিতে,
ভাইরাস এসে আঘাত হেনেছে চিপগুলো ধ্বংস করতে।
তোমার মনের ম্যাসেঞ্জারে নতুন ম্যাসেজের পালা,
সেইখানেতে সেলিমের ম্যাসেজগুলো পায় শুধু অবহেলা।
চাইলেই তুমি পারবেনা ফেলতে মুছে মনের সফটওয়্যার হতে,
আমি যে তোমার সেই রম যা ধ্বংস হবার নই’রে।
——————————————————
লেখার সময়ঃবিকাল,৩.২৭ মিনিট
তারিখঃ২১/০৩/২০২১ইং
মো সেলিম হোসেন